প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে জঙ্গীবিরোধী অভিযানের অংশ হিসেবে রূপগঞ্জ ও বন্দর থানা ব্লকরেইড অভিযানে ২৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এছাড়া অন্যান্য থানায় বিশেষ অভিযান চালিয় ১৬ জনকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১ মে) মধ্যরাত ৩টা থেকে বৃহস্পতিবার (২ মে) ভোর সকাল ৫টা পর্যন্ত চলে বিশেষ এই ব্লক রেইড অভিযান।
জেলা পুলিশের সূত্র অনুযায়ী, সর্বমোট নারায়ণগঞ্জ জেলায় ৩৯ জনকে গ্রেফতার করা হয়। মোট ৩০ টি মামলায় ৩১৫ পিস ইয়াবা, ২ গ্রাম হিরোইন ও ৮০০ গ্রাম গাজা ও ১০ লিটার চোরাাই মদ উদ্ধার করা হয়েছে।