ফতুল্লা প্রতিনিধি: পুলিশকে মাদক ব্যবসায়ীর বাড়ি দেখিয়ে দেয়ার অপরাধে এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছে অপু ও তার পরিবার। থানায় অভিযোগ করেও কোন বিচার না পেয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে ফতুল্লার লালপুরের পৌষাপুকুর পাড়ের এই পরিবারটি। এই ঘটনার জের ধরে এলাকার চিহ্নি মাদক ব্যবসায়ী শিশির ও আলামিন তাদের সহযোগীদের নিয়ে গতবুধবার রাতে অপুর পরিবারের উপর হামলা চালিয়ে তার মাসহ পরিবারের অন্যান্য সদস্যদের আহত করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ হয়েছে। এ দিকে থানায় অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই দিদার ঘটনাস্থলে গিয়ে হামলার ঘটনার সত্যতা খুঁজে পান।
আহত অপু জানায়, গত ৫ ডিসেম্বর একদল পুলিশ লালপুর পৌষাপুকুর পাড়ে গিয়ে ব্যবসায়ী শিশির ও সজলকে খুঁজতে থাকে। এ সময় অপু কাজ শেষ করে বাসায় ফেরার পথে পুলিশ শিশির ও সজলের বাসা চিনে কিনা অপুকে জিজ্ঞাস করলে অপু দেখিয়ে দেয়। এ ঘটনা মাদক ব্যবসায়ী শিশির ও সজল জানতে পেরে ৬ ডিসেম্বর রাত ৮টায় একদল সন্ত্রাসী নিয়ে অপুর বাড়িতে হানা দিয়ে অপু ও তার মা শাহনাজ বেগমকে মারধর করে। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ব্যবপারে অভিযোগের তদন্তকারী দারোগা দিদার জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। উল্লেখ্য, মাদক ব্যবসায়ী শিশির ফতুল্লা বিএনপি নেতা বোরহান উদ্দিনের ভাতিজা।