আজ শুক্রবার, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুরস্কার পেল পাপ্পা গাজী

নবকুমার: এক সঙ্গে সেরা করদাতার পুরস্কার পেয়েছেন পিতা-পুত্র। তারা হলেন নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সদস্য সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও তার ছেলে তরুণ শিল্পদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পা। সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে সেরাকরদাতা হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই মন্ত্রী আর তরুণ ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন বিসিবির এই পরিচালক । সিনিয়র সিটিজেনদের মধ্যে গোলাম দস্তগীর গাজী শীর্ষ করদাতা।
তরুণ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে রয়েছেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মতুর্জা পাপ্পা।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর ) আয়োজিত ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ঢাকা কর অঞ্চল-৪ থেকে গাজী গোলাম মর্তুজা পাপ্পা এই সম্মাননা গ্রহণ করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-৪-এর কমিশনার আহাম্মেদ উল্যাহ। ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ভার্চুয়ালি অংশ নেন। তিনি ট্যাক্সকার্ড ও সম্মাননা গ্রহণ করেছেন। ২০১৯-২০ করবছরে তারা এ সম্মাননা পেয়েছেন। এদিকে গাজী পরিবারের এই দুই সদস্য সেরা করদাতা হওয়ায় রূপগঞ্জবাসী আনন্দিত । গোলাম মর্তুজা পাপ্পা নারায়ণগঞ্জের তরুণ সমাজের গর্ব। তিনি দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জে এই সুনাম এনে দিয়েছেন । রূপগঞ্জে গোলাম মর্তুজা পাপ্পার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। শিক্ষা খেলাধুলা বিনোদন ধর্ম সামাজিক সাংস্কৃতির উন্নয়নে তার ভূমিকা রয়েছে। তাছাড়া দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে গোলাম দস্তগীর গাজী কাজ করে যাচ্ছে । তার পদচারণায় বদলে গেছে রূপগঞ্জের উন্নয়ন চিত্র। তিনি নারায়ণগঞ্জ ১ আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।