আজ সোমবার, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অপু বিশ্বাস পুরস্কার গ্রহণ করলেন শাকিবের

পুরস্কার

অপু বিশ্বাস পুরস্কার গ্রহণ করলেন শাকিবের

পুরস্কার
বিনোদন: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে আয়োজিত ‘এটিএন বাংলা পারফর্ম্যান্স অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পান চিত্রনায়িকা অপু বিশ্বাস। ‘রাজনীতি’ ছবিতে অনবদ্য অভিনয় করার জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে শাকিব খানকে নির্বাচিত করা হয় সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে। কিন্তু শাকিব দেশের বাইরে থাকায় তার পুরস্কার গ্রহণ করেন অপু বিশ্বাস।
এ সময় অপু বিশ্বাস বলেন, ‘শাকিবকে নিয়ে আমি সুখে থাকতে চাই। আমাদের সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা একসঙ্গে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছি। আমাদের চলচ্চিত্রগুলো দর্শককে হলমুখি করতে পেরেছিল। অন্তত চলচ্চিত্র ইন্ডাস্ট্রির স্বার্থে আমাদের এক হয়ে যাওয়া উচিত।’
অপু আরও বলেন, ‘শাকিব অনেক ভালো একজন অভিনেতা, তা বলার অপেক্ষা রাখে না। সে তার কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পেয়েছে। আমি চাই, শাকিব আরও ভালো করুক।’