পুনরায় মঞ্চস্থ হলো ১৯৯৪ ফিফা বিশ্বকাপের ফাইনাল। ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত এই ম্যাচে ১-০ গোলে জয় পায় ইতালি।
নানা কারণে এখনো ১৯৯৪ বিশ্বকাপ স্মরণীয় হয়ে আছে। প্রথমবারের মত ফুটবলের বিশ্বআসর আয়োজিত হয় যুক্তরাষ্ট্রে। সেই আসরের ফাইনালে ক্যালিফোর্নিয়ায় মুখোমুখি হয় ইতালি ও ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকলেও, পেনাল্টি শ্যুট আউটে শিরোপা জয় করে রোমারিও-দুঙ্গারা। ইতালির ব্যাজিও-বারেসি ও মাসারো মিস করেছিলেন পেনাল্টি। সেই ম্যাচের খেলোয়াড়রা ২৬ বছর পর এবার মাঠে নামেন ব্রাজিলের ফোর্টালেজায়। ডাগ আউটে ছিলেন ৯৪ এর দু’দলের কোচ কার্লোস আলবার্তো পারেইরা ও আরিগো সাচ্চি। কিংবদন্তী ফুটবলারদের পুনর্মিলনী দেখতে মাঠেও আসেন অনেক দর্শক। তবে মাঠের খেলায় এবার পুনরাবৃত্তি হয়নি ৯৪ এর ফাইনালের। ড্যানিয়েল মাসারোর একমাত্র গোলে এবার জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।