আজ শনিবার, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পুতিনের ভরাডুবি

মস্কোর স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবি হয়েছে  রাশিয়ার ক্ষমতাসীন পুতিনপন্থী দল ইউনাইটেড পার্টি। মস্কো সিটি পার্লামেন্টের এই নির্বাচনের আগে বিরোধী দলগুলোর ওপর ব্যাপক নিধিনিষেধ আরোপ করা হয়েছিল। যে কারণে সারা বিশ্বের চোখ ছিল নির্বাচনের ওপর ; কিন্তু এত কিছু করেও ক্ষমতাসীনরা এক তরফাভাবে জয়ী হতে পারেনি রোববার অনুষ্ঠিত নির্বাচনে।

এই নির্বাচনটিকে ভাবা হচ্ছিল বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি ও তার মিত্রদের জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে। ২০২১ সালের পার্লামেন্ট নির্বাচনের আগে তাদের জনপ্রিয়তা প্রমাণের সুযোগ এটি। সেই পরীক্ষায় তারা ভালোভাবেই উৎরে গেছেন।