এস.ডি রিপন মাহমুদ ॥ প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকের পরের গ্রেডে নির্ধারনের দাবি করে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্ধ। শুক্রবার সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি সরদার মো. হুমায়ুন কবির, মো. নাছির উদ্দিন হাওলাদার, আল-মামুন, মো. সাইদুল হক মামুন, মো. কাউম হাসান, শেখ রহমত আলী, সাইফুর রহমান, রফিকুল ইসলাম রুমি, মো. নজরুল ইসলাম ও এনামুল হক প্রমুখ।
এসময় শিক্ষকবৃন্দ দাবি করে বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের বেতন বর্তমান একাদশ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করণের প্রস্তাব দেয়া হলেও প্রশিক্ষন প্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন পূর্ব নির্ধারিত ১৩ ও ১৪ গ্রেডে বহাল রাখা হয়েছে। প্রধান শিক্ষকের পরের পদ সহকারী শিক্ষক হলেও তারা বেতন পাচ্ছেন তিন গ্রেড নিচে। এই বেতন বৈষম্য আদৌ গ্রহণ যোগ্য নয় বলে উল্লেখ করে প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকের গ্রেড প্রধান শিক্ষকের পরেই নির্ধারন করার দাবি জানান। এ দাবি আগামী ২২ ডিসেম্বরের মধ্যে মেনে না নেয়া হলে সহকারী শিক্ষকগণ ২৩ ডিসেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।