আজ বুধবার, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পিরোজপুরে মাদককে না বলুন সংক্রান্ত সাইকেল র‌্যালী

 

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরে জেলা পুলিশের মাদক বিরোধী ও মাদক সেবীদের আত্মসমর্পনসহ কমিউনিটি পুলিশিং ও জঙ্গী বিরোধী এক সমাবেশ বুধবার বিকেলে জেলা সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম। পুলিশ সুপার মো. সালাম কবিরের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, সিভিল সার্জন মো. ডা. ফারুক আলম, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, নায়ক জায়েদ খান, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, পিপি খান মো. আলাউদ্দিন ও প্রেসক্লাব সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন। এর আগে শহরে মাদককে ‘না’ বলুন সংক্রান্ত এক সাইকেল র‌্যালী শহর প্রদক্ষিন করে।