আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে চুরির অভিযোগে ৪ জন আটক

পিরোজপুরে চুরির অভিযোগে

পিরোজপুরে চুরির অভিযোগে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নে বহুদিন ধরে চোরের উৎপাত বেড়েছিলো। রাতের আধারে অভিনব কায়দায় ঘরের দরজা খুলে নিরবে নিয়ে যাচ্ছিলো লোকের শেষ সম্ভলসহ ছোট খাট জিনিস পত্র।

অবশেষে শারিকতলা গ্রামের কতিপয় যুবকদের কড়া পাহাড়ায় আটক করা হলো অত্র গ্রামের আমজেদ মোল্লার পুত্র আল-আমিন মোল্লা (৩০) নামের এক যুবককে। আটকৃত আল-আমিনের শিকারোক্তির ভিত্তিতে গ্রামের যুবকদের সহযোগীতায় ইউনিয়নের দফাদার ও গ্রামপুলিগন আটক করেন মাথাবেড়া গ্রামের বাদশা শেখের পুত্র মোঃ ফিরোজ শেখ (২৮), শারিকতলা গ্রামের আঃ রব হাওলদারের পুত্র জাহাঙ্গির হাওলাদার (৩৫) ও একই গ্রামের মোঃ রুস্তুম শেখ এর পুত্র মোঃ সাইফুল ইসলাম শেখ কে।

এছাড়াও এদের জবানবন্দী মতে পলাতক রয়েছে প্রধান আসামী অত্র গ্রামের আঃ মালেক হাওলাদারের পুত্র মোঃ আলমগীর হাওলাদার (৪০)।

এবিষয় ইউপি চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বহুদিন ধরে অনেকের ঘরে চুরীর ঘটনা ঘটে আসছিলো। অবশেষে এলাকার যুবকেরা বহুদিন পাহাড় দিয়ে চুরির অভিযোগে একজনকে আটক করে। তার শিকারোক্তি মোতাবেক অন্যান্য আসামীদের আটক করে পিরোজপুর সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তবে প্রধান আসামী এখনো পলাতক রয়েছে।