জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে দিনব্যপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে পিবিআই, নারায়নগঞ্জ ।
বুধবার ১৭ই মার্চ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পিবিআই’র জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে পুস্পস্তবক অর্পনসহ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় অংশ গ্রহন করেন তিনি।
বেলা ১১টায় পিবিআই, নারায়নগঞ্জ কার্যালয়ে কেক কেটে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন পিবিআই’র জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, পিপিএম। এসময় জাতির পিতাসহ তার পরিবারের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পুলিশ সুপার মহোদয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপরে গুরুত্বারোপ করেন। উক্ত অনুষ্ঠানে পিবিআই, নারায়নগঞ্জএর সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।