নিজস্ব প্রতিবেদক:
লন্ডন থেকে চিকিৎসা শেষে চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৭ বছর পর ফিরলেন পুত্রবধু জুবাইদা রহমান।
মঙ্গলবার পৌনে ১১টার দিকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছায়। দুপুর ১টা ২৫ মিনিটের দিকে তিনি বিমানবন্দর থেকে বাসায় প্রবেশ করেন।
খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি গুলশানের ভাড়া বাড়ি ফিরোজায় প্রবেশের পর গাড়ি থেকে হেঁটে বের হয়ে বাড়িতে ঢুকতে দেখা যায় তাকে। দুই পুত্রবধুকে তাকে ধরে রাখতে দেখা যায়।
পরে বিএনপি চেয়ারপারসেন ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, “চিকিৎসার পর উনি (খালেদা জিয়া) অনেকটুকু সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি স্ট্যাবল আছেন।”
খালেদা জিয়া ফিরোজায় ঢোকার সময় দলের জ্যেষ্ঠ নেতারাসহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
দলের চেয়ারপারসেন দেশে ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছিলেন।

