আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাড়া মহল্লায় আড্ডা নিয়ন্ত্রণ করা হবে : এসপি জায়েদুল

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, লকডাউন মেনে না চললে আইন ভঙ্গকারীকে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। কেউ জরুরি প্রয়োজনে বের হলে প্রয়োজনটা লকডাউন আইন সিদ্ধকিনা তা যাচাই বাছাই করা হবে। রোগীদের ব্যাপারে বিশেষ ছাড় রয়েছে। তবে যাচাই ছাড়া নয়।

এসপি বলেন, নারায়ণগঞ্জ শহরের প্রবেশদ্বার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ৩০ টি মোবাইল টিম কাজ করছে, পাড়া মহল্লায় আড্ডা নিয়ন্ত্রণ করা হবে।

বুধবার (পহেলা বৈশাখ) দুপুর সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ চাষাঢ়া গোল চত্তরে পূর্ব ঘোষিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ট্রাফিক এডমিন কামরুল হাছান প্রমুখসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।