নিজস্ব প্রতিবেদক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে মনোনয়ন দৌড়ে একে অপরকে টেক্কা দিতে মরিয়া হয়ে উঠছেন মনোনয়ন প্রত্যাশীরা। যদিও নির্বাচনের এখনও বেশ সময় বাকি আছে। অনিশ্চয়তা রয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নির্বাচনে অংশ নেয়া নিয়ে। তবে পরিস্থিতি যাই হোক আগামী নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন বৃহৎ রাজনৈতিক দলগুলো।
৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সব গুলো সংসদ নির্বাচনে সরকারি দলের আর্শিবাদপুষ্ট জাতীয় পার্টি তাদের প্রার্থী তালিকা প্রায় সম্পূর্ণ করে রেখেছে আগামী নির্বাচনকে সামনে রেখে। আগামী নির্বাচনে যদি বিএনপি অংশ না নেয় তাহলে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। আর যদি বিএনপি অংশ নেয় সেক্ষেত্রে বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগের সাথে জোট বেধে নির্বাচন করবে।
বর্তমানে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে জোটের রাজনীতির কারণে তিনটি আওয়ামীলীগের দখলে আর দু’টি জাতীয় পার্টির দখলে। এবারের নির্বাচনেও জাতীয় পার্টি নারায়ণগঞ্জে দু’টি সংসদীয় আসন পাচ্ছে এক প্রকার নিশ্চিত। তবে এবার জাতীয় পার্টির প্রার্থী পরিবর্তন হচ্ছে এটাও এক প্রকার নিশ্চিত। এমনটাই বলছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা।
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব নাসিম ওসমানের মৃত্যুর পর তার ভাই একেএম সেলিম ওসমান উপ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে তেমন সুসম্পর্ক বজায় রাখতে পারেননি। যার ফল দাঁড়ায় পার্টির নেতাকর্মীদের বিরাগভাজন হন সেলিম ওসমান। এর প্রেক্ষিতে পার্টির নেতাকর্মীদের আকর্ষনের কেন্দ্র বিন্দুতে চলে আসেন প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমান ও তার ছেলে আজমেরী ওসমান। এদুজনকে পার্টিল তৃনমূলসহ আপামর নেতাকর্মী রাজনীতির মাঠে নামতে উদ্বুদ্ধ করেন।
এরই মধ্যে পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুমেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নামেন সাবেক সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমান। শনিবার (৮ সেপ্টেম্বর) জাতীয় পার্টির যৌথ সভায় বিশাল শোডাউন করেছে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে ৪ বার নির্বাচিত প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমান। তার এই শোডাউনের মধ্য দিয়ে আবারো প্রান ফিরে পায় নারায়ণগঞ্জ জাতীয় পার্টি। নাসিম ওসামনের জীবিত থাকাকালে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির রমরমা অবস্থা ছিল। নাসিম ওসমানের প্রয়ানের পর সেই রমরমা অবস্থা আবারো ফিরিয়ে আনতে পারভিন ওসামনের প্রতিই আস্থা জাতীয় পার্টির নেতাকর্মীদের।
এরই মাঝে জানাগেছে, বুধবার (১২ সেপ্টেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সাথে স্বাক্ষাত করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদের স্ত্রী পারভীন ওসমান।
রাতে হুসেইন মুহাম্মদ এরশাদের বাসভবনে পারভীন ওসমানের সাথে স্বাক্ষাত হয়। এ সময় হুসেইন মুহাম্মদ এরশাদ পারভীন ওসমানের কাছ থেকে তাঁর পারিবারিক খোজ খবর সহ রাজনৈতিক খোজ খবর নেন।
পারভীন ওসমানের ছেলে আজমেরী ওসমান তাঁর ফেসবুক একাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন। স্ট্যাটাসে লেখা হয়, নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে ৪ বার নির্বাচিত প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমানকে তার নিজ বাসভবনে ডেকে দেখা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ।
আলোচনায় শুরুতেই প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সাথে কাটানো মুহূর্ত গুলোর স্মৃতিচারণ করেন হুসাইন মুহাম্মদ এরশাদ, খোঁজ নেন জনাবা পারভীন ওসমান এর থেকে পরিবারের সকল সদস্যের ব্যপারে। ওই সময় হুসাইন মুহাম্মদ এরশাদ জানতে চান নারায়ণগঞ্জ জাতীয় পার্টির অবস্থান সম্পর্কে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠে কাজ করার দিক নির্দেশনা দেন পারভীন ওসমানকে।
অন্যদিকে, জাতীয় পার্টির কেন্দ্রীয় একটি সুত্র নিশ্চিত করেছে, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী করা হচ্ছে পারভিন ওসমাকে। এব্যাপারে তাকে গ্রীন সিগন্যাল দিয়ে মাঠে কাজ করার নির্দেশ দিয়েছেন পার্টির চেয়ারম্যান। তবে আনুষ্ঠানিকভাবে আগামী ১৫ সেপ্টেম্বরের পরে জানা যাবে জানান জাতীয় পার্টির ওই সুত্র।
জাতীয় পার্টির কেন্দ্রীয় ওই সুত্রটি আর জানায়, জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সেলিম ওসমান পার্টির জন্য তেমন সহায়ক ছিলেন না। এমপি হিসেবে তিনি সফল হলেও পার্টির জন্য তিনি ছিলেন বিফল। শহর-বন্দরে জাতীয় পার্টির আগের সেই জৌলুস ফিরিয়ে আনতে কোন অবদানই রাখেননি সেলিম ওসমান। আর তাই পার্টির তৃনমূল নেতকর্মীদের কাছে পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসেন পারভিন ওসমান। পার্টি চেয়ারম্যান নারায়ণগঞ্জে দলের অবস্থান সম্পর্কে সার্বিক খোঁজ খবর নিয়েই পারভিন ওসমানকে নারায়ণগঞ্জে মাঠে কাজ করার জন্য দিক নির্দেশনা দেন।