পাবনা প্রতিনিধি:
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদারের অপসারণের দাবিতে টানা ৪র্থ দিনের মত বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সকালে কলেজ চত্ত্বরে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে।
জানা গেছে অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদার এর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের সাথে চরম খারাপ আচরণ, সেচ্ছাচারিতা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রয়েছে ।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষার্থী বলেন, আমাদের কলেজের বর্তমান অধ্যক্ষ ছাত্র-ছাত্রীদের সাথে খারাপ আচরণ করে, কোন কারনে তার কাছে গেলে তিনি আমাদের কথা না শুনেই রেগে রেগে কথা বলে। কোন কারণ ছাড়াই তিনি নয়মিত কলেজে আসেন না। প্রায় দিন তিনি নিজ বাসাতেই থেকেন। ইতি মধ্যে দুদক প্রধান কার্যালয় কর্তৃক ও রাজশাহী দুদক কার্যালয় কর্তৃক দুটি অনুমতি পত্র বলে পাবনা দুদক অফিস তার বিরুদ্ধে ২ কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের তদন্ত করছে। ছাত্র-ছাত্রীরা আরো জানায়, আজ সোমবারও ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসুচি চলবে। তার অপসারন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে ।