আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় শিক্ষক লাঞ্ছনায় ‘চাপে’ ছাত্রলীগ নেতাকে বাদ দিয়ে মামলা

নিজস্ব প্রতিবেদক:

পাবনায় ছাত্রলীগের নেতাকর্মীর হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। তবে ‘রাজনৈতিক চাপে’ প্রধান অভিযুক্ত বুলবুল কলেজ ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন জুন্নুনকে আসামি করা হয়নি বলে জানিয়েছেন সেই শিক্ষক।

বুধবার রাত সাড়ে দশটায় সজল (২০) ও শাফিন (২০) নামে ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে মামলা করেন পাবনা শহিদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল কুদ্দুস।

তবে ওই ঘটনার সিসিটিভির ফুটেজে অন্তত পাঁচ জনকে শিক্ষক মাসুদুরের উপর হামলা করতে দেখা যায়। অথচ মামলার আসামি করা হয়েছে মাত্র দুইজনকে। মামলার কয়েক ঘণ্টার মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

পাবনা সদর থানার ওসি ওবায়দুল হক  বলেন, রাতে মামলা হবার পর, অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ