আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনায় ধর্ষণ মামলায় পিতা-পুত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রাম থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি পিতা-পুত্রকে রাতে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার পয়দা গ্রামের আক্কাস আলী সরদার (৪৭) ও তার ছেলে আশরাফুল আলম (২২)।

র‍্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার রাত পৌনে ৯টার দিকে র‍্যাবের একটি বিশেষ দল তথ্য প্রযুক্তির সহয়তায় সদর উপজেলার পয়দা গ্রাম থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা জেলার আটঘরিয়া থানায় গত ১১ আগস্ট দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার এজাহার নামীয় আসামি।

মামলার বিবরণে জানা যায়, উক্ত মামলার বাদীর মেয়ে নবম শ্রেণিতে পড়ে। স্কুলে যাতায়াতের সময় আশরাফুল আলম ওই ছা্ত্রীকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উত্যক্ত করত ও কু-প্রস্তাব দিত। গত ৩ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে ওই শিক্ষার্থী কোচিং সেন্টার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ফাঁকা জায়গায় আশরাফুল আলম তাকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে ধর্ষণ করে।

এই ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলা রুজু করেন ছাত্রীর মা।