আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনার ৫ টি আসনে জাসদের প্রার্থী ঘোষণা

পাবনার ৫ টি আসনে

পাবনার ৫ টি আসনেনবকুমার:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে মহাজোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ পাবনার ৫টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করছে।

জাসদের প্রার্থী তালিকা থেকে জানা গেছে  পাবনা-১: মোঃ ইকবাল হোসেন মাষ্টার, পাবনা-২: সাংবাদিক মোঃ রেজাউর রহিম, পাবনা-৩: আবুল বাশার শেখ, পাবনা-৪: বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু, পাবনা-৫: শেখআনিসুজ্জামান

গতকাল জসদের পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন, পার্লামেন্টারি বোর্ডের সদস্য শিরীন আখতার, অ্যাডভোকেট রবিউল আলম, মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, আফরোজা হক রীনা। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।