সংবাদচর্চা রিপোর্ট
জাতীয়তাবাদী কৃষক দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে ১৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে শামসুজ্জামান দুদু আহ্বায়ক ও পাবনার সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সদস্য সচিব মনোনীত হয়েছেন। কমিটিতে ১২ জন যুগ্ম আহ্বায়ক ও ১৩৯ জনকে সদস্য করা হয়েছে।
এই আহ্বায়ক কমিটি তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
শামসুজ্জামান দুদু আহ্বায়ক, অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, তকদির হোসেন মো: জসিম, মো: তোফাজ্জল হোসেন, আলহাজ এম এ তাহের, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, আলহাজ এ কে এম মোয়াজ্জেম হোসেন, আলহাজ মো: নাজিমুদ্দিন, আফতাব উদ্দিন আহমেদ মন্ডল, জামাল উদ্দিন খান মিলন, আরিফুল হক চৌধুরী, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম যুগ্ম আহবায়ক ও কৃষিবিদ হাসান জাফির তুহিন সদস্য সচিব।
সদস্যরা হলেন, অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাইফুল ইসলাম শিশির, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, মেহেদী আহমেদ পলাশ, ইলিয়াস আহমেদ পাল, এম এ হালিম জিয়াউল হায়দার পলাশ, প্রকৌশলী টি এস আইয়ুব, অ্যাডভোকেট নাসির হায়দার, শহিদুল ইসলাম ভূঁইয়া, ফেরদৌস পাটোয়ারী, অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি, আলহাজ আবু তাহের, ওবায়েদ উল্লাহ পিন্টু এস কে সাদী, আলহাজ্ব গোলাম মোস্তফা, শরিফুল ইসলাম মোল্লা, কৃষিবিদ মিজানুর রহমান লিটু, মো: আফসার উদ্দিন, আনোয়ারুল ইসলাম বাদশা, সিরাজুল ইসলাম, রুস্তম আলী চাষী, ফখরুল আলম, ফজলুর রহমান, এম এ মুছাব্বির, তৌহিদ আহমেদ, মুজাহিদুল ইসলাম ইদ্রীস, সালাউদ্দিন খান মিলকী, এনায়েত উল্লাহ খোকন, আলহাজ্ব লুৎফর রহমান, শহিদুল কাউনাইন টিলু, শফিউল আলম শফি, শেখ মো: মহসিন, এন এস শাহজাহান খান পাঠান, মো: আবুজাফর সিদ্দীক, অধ্যাপক সেলিম হোসেন, মো: আলীম হোসেন, মো: আমিনুর রহমান দিপক, জুলফিকার আলী ভুট্টো, সফিকুল ইসলাম সফি, আলহাজ্ব মো: মাইনুল ইসলাম, নাছির উদ্দীন হাজারী, এ্যাড. শাহীন ইকবাল সাবু, লায়ন মো: আক্তার হোসেন সেন্টু, মো: আলমগীর চৌধুরী।