আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাপ্পা গাজীর পক্ষে খাদ্য বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ২ নং ওয়ার্ডে (গন্ধর্বপুর)  বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের  নির্দেশনায় গাজী গ্রুপের উপপরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পার পক্ষে গন্ধর্বপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন এবং অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার গন্ধর্বপুর ২ নং ওয়ার্ডের প্রায় ৫৫০ পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ  ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন  ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল হক খান, মো. আল আমীন, জসিম উদ্দীন মেম্বার, মো. দুলাল হোসেন, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মো. আলী হোসেন, আবুল কালাম আজাদ, মনির হোসেন পিংকি, মনিরুজ্জামান মনির, আক্তার হোসেন, মো. রখমান, মোহাম্মদ আলী, আলমগীর খানসহ আরো অনেকে।