আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাপ্পা গাজীকে চেয়ারম্যান প্রার্থীদের অভিনন্দন

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৫ প্রার্থী বিসিবির নবনির্বাচিত পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। রবিবার ( ১০) অক্টোবর দুপুরে ঢাকায় তারা মন্ত্রীপুত্রের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থী আলহাজ¦ জাহেদ আলী, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থী হাজী তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থী কামরুল হাসান ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থী আরিফুল হক ভুঁইয়া, ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থী এড. তায়েবুর রহমান উপস্থিত ছিলেন। তারা তৃণমূল আওয়ামী লীগের একক প্রার্থী । তাদেরকে গত শনিবার আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড দলীয় মনোনয়ন দিয়েছে। আগামী ১১ নভেম্বর ঐসব ইউনিয়নে ভোটগ্রহণ।

উল্লেখ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে হ্যাট্রিক করেছেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। তিনি নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের জ্যেষ্ঠ সন্তান । এবার নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। দেশের ক্রিকেটাঙ্গনে গাজী গোলাম মর্তুজা পরিচিত মুখ। এর আগে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিসিবির সবশেষ টুর্নামেন্ট কমিটিতেও তিনি চেয়ারম্যান ছিলেন। তাদের নেতৃত্বে ক্রিকেটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।