ঢাকা: ঢাকার পান্থপথে একটি আবাসিক হোটেল ওলিও ইন্টারন্যাশনালের পুরনো ভবনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের চালানো ‘অপারেশন আগস্ট বাইট’ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে অপারেশনটি সমাপ্ত ঘোষণা করা হয়। অই অপারেশনে সন্দেহভাজন এক জঙ্গি নিহত হয়েছে।
এর আগে, রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালের পুরনো ভবনে এক জঙ্গি আত্মঘাতী হয়। ট্রলি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সাইফুল ইসলাম (২১) নামের ওই জঙ্গি আত্মঘাতী হয় বলে সিটিটিসি’র দায়িত্বশীল এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।