আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঠানটুলিতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

সংবাদচর্চা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সক্রিয় ৬ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ৩ আগস্ট রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় চাপাতি-২টি,বড় ছোরা ১টি,রামদা ১টি,এবং লোহার পাইপ-২টি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ আশিক দেওয়ান (২৬), সোয়াদ ইসলাম (২০), মোঃ আল আমীন (২৪), মোঃ নাছির হোসেন (২৫), মোঃ রাব্বী হাসান (২০), মজিবুর রহমান ওরফে আশিক (২১)।

বুধবার ৪ আগস্ট র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, পাঠানটুলি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন।