নবকুমার:
পাট শিল্প কে বাচাঁতে প্লাস্টিক পন্য বর্জনের আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
সোমবার রাজধানীতে জাতীয় পাট দিবস ২০১৯ উপলক্ষে পাট শিল্পের উন্নয়নে এর বহুমুখীকরণ সম্ভাবনা ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহবান জানান।
গোলাম দস্তগীর গাজী পাট গবেষক ও কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে বলেন, পাট শিল্পের বিকাশে প্রধান বাধা প্লাস্টিক পন্য। পাটের বিকাশে গবেষণা বৃদ্ধি করতে হবে। আবিষ্কার করতে হবে উন্নত বীজ। ভালো বীজে ভালো পাট উ’পাদন হয়।
তিনি বলেন, আমাদের পাটের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। সারা বিশ্বে পাটপন্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন ডিজাইন তৈরী হচ্ছে।
তিনি বলেন, রাজধানীতে স্থায়ী মেলা করার জন্য পরিকল্পনা চলছে। জায়গা বরাদ্দের কাজ চলছে। সারা দেশে মেলা করা হবে।
মন্ত্রী বলেন, পাটের জন্য আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। বঙ্গবন্ধুকে পাট ভালোবেসেছে। বাঙালির পাটের টাকা ইসলামাবাদ শহর হয়েছে।