আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পাটকলে লোকসান ঠেকাতে বিজেএমসিকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

বিজেএমসির আওতাধীন পাটকলসমূহের লোকসান ঠেকাতে বিজেএমসির কর্মকর্তাদের সততার সাথে দায়িত্ব পালন করা আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

সোমবার (২৯ এপ্রিল ) রাজধানীতে বিজেএমসির আওতাধীন পাটকলসমূহের কার্যক্রম তদারকি বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  মন্ত্রী এ আহবান জানান।

গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যার বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠবে তাবে কঠোর শাস্তি পেতে  হবে ।

বিজেএমসির কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, পাট কলগুলোর লোকসান ঠেকাতে নজরদারি বৃদ্ধি করতে হবে। কোন জয়গা কি সমস্যা আছে তা খুজে বের করে সমধান করতে হবে। আমরা যদি সততার সাথে কাজ করি পাটের হারানো গৌরব দ্রুত ফিরে পাবে।  আর শ্রমিকদের বেতন বকেয়া থাকবে না।

মন্ত্রী বলেন, সারা বিশ্বের মানুষ প্লাস্টিক পন্য বর্জন করছে। পাট জাত পণ্যের চাহিদা বাড়ছে। আমাদের পাটজাত পণ্যের বিজ্ঞাপন বৃদ্ধি করতে হবে । নতুন নতুন ডিজাইন তৈরী করতে হবে। যে পণ্যের চাহিদা বেশি সেটা তৈরী করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা বহি:বিশ্বে পাটের নতুন বাজার সৃষ্টির লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিম,অতিরিক্ত সচিব রীনা পারভীন, মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক সহ অনেকে।