আজ সোমবার, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাচুরিয়া বজ্রাঘাতে একই পরিবারের তিন জনের মৃত্যু

বজ্রাঘাতে পাবনার বেড়া উপজেলায় একই পরিবারের তিন জনসহ চার জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) বেলা ৩টার দিকে চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী এ তথ্য জানান।

নিহতরা হলেন—উপজেলার চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামের মুতালেব সরদার (৫৫), তার দুই ছেলে ফরিদ সরদার (২২), শরিফ সরদার (১৮) এবং একই গ্রামের রহম আলী (৫৫)।

ইউএনও জানান, দুপুরে ওই চার জন পাচুরিয়া স্কুল মাঠের পাশে ডোবায় পাট জাগ দিচ্ছিলেন। এ সময় মুষলধারে বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।