পাচার ঠেকাতে’ ইলিশ মাছ রফতানির উদ্যোগ!
নবকুমার:
অবৈধ পথে ইলিশ পাছ মাচার ঠেকাতে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রপ্তানির কথা চিন্তা করছে সরকার। রপ্তানি করলে দেশে ইলিশের ঘাটতি হবে না। জেলেরা মাছের ন্যার্য দাম পাবে।
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়নচন্দ্র বলেন,বাংলাদেশে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ছে গত কয়েক বছর যাবত। কিছু অসাধু ব্যবসায়ী গোপনে বড় ইলিশ সহ পাচার করছে যা সরকার রাজস্ব পাচ্ছে না তাই আগামী ইলিশ রপ্তানি করা হবে যাতে সরকার রাজস্ব পায়।
মন্ত্রী বলেন, ২০১৫-১৬ অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল ৩ দশমিক ৯৫ লাখ টন। আর ২০১৬-১৭ অর্থ বছরে এর পরিমাণ ছিল ৫ লাখ টন
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর যে পরিমাণ মাছ পাওয়া যায়, তার ১১ শতাংশ আসে ইলিশ থেকে। দেশের জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশের মত।
বিশ্বের মোট ইলিশের ৭৫ শতাংশ আহরণ করা হয় বাংলাদেশে। প্রত্য ক্ষ ও পরোক্ষভাবে ২০ লাখ মানুষের জীবিকার উৎস এই ইলিশ।
সাম্প্রতিক সময়ে ভারত, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায়, ভিয়েতনাম, থাইল্যান্ডে ইলিশের বিভিন্ন প্রজাতির বিচরণ কমলেও সরকারের বিভিন্ন সংরক্ষণমূলক পদক্ষেপে বাংলাদেশে ইলিশের উৎপাদন বাড়ছে।
২০১২ সালের ১ অগাস্ট থেকে ইলিশসহ সব মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। পরে ওই বছরের ২৩ সেপ্টেম্বর ইলিশ ছাড়া অন্য সব মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মাকসুদুল হাসান খান ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

