সংবাদচর্চা রিপোর্টঃ
নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যু মুক্ত জেলা হিসেবে গড়ে তুলার অভিপ্রয়াসে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে চলমান মাদক বিরোধী অভিযান চলমান থাকাবস্থায় গতকাল (১ এপ্রিল) সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার পাগলা মেরিন্ডারসন এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান জাহাজ থেকে অবৈধ মাদক সহ ৭০ জনের অধিক মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের হাতেনাতে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশের সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অত্র এলাকায় থেকে ৪ কার্টুন বিদেশী মদ, ৮১ কার্টুন (১৯৪৪) ক্যান বিদেশী বিয়ার জব্দ করা হয়। সর্বশেষ তথ্য মতে অভিযান পরিচালনাকারী পুলিশের দল ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ পুলিশ লাইনে আসামীদের জিজ্ঞাসাবাদ করছে। এ ছাড়া জানা যায় ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযান পরিচালনকারী অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা দৈনিক সংবাদচর্চাকে অভিযানের বিষয়ে বলেন, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পাগলা মেরিন্ডারসন এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ লাইনসে নিয়ে আসা হয়েছে। তবে আটকৃত আসামীদের মধ্যে বিদেশী কোন নাগরিক রয়েছে কিনা সেবাপারে অনুসন্ধান করা হচ্ছে এবং যদি কোন বিদেশী নাগরিক থেকে থাকে সে ক্ষেত্রে তাঁদের সাথে মাদক সেবনের বৈধ কোন লাইসেন্স রয়েছে কিনা সেই বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে।