আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাঁচরুখীতে পিঠা উৎসব

সংবাদচর্চা রিপোর্ট:

অন্তত ৪০ রকমের পিঠা আর খাবার। বৈচিত্র্যময়, দৃষ্টিনন্দন আর বাহারি সব নাম সেসবের। কোনোটির নাম মিষ্টি পুলি । আবার কোনোটির দুধ চিতই। নাম শুনলে জিবে জল আসে। আড়াইহাজারে  এমন মজাদার পিঠা নিয়ে অনুষ্ঠিত হলো অন্য রকম এক পিঠা ও খাবার উৎস। উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ চত্বরে বুধবার (২৯ জানুয়ারি) বসে পিঠা আর খাবারের মেলা। পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ এ উৎসবের আয়োজন করা হয়।

মেলায় খাবার ছিল প্রচুর, কিন্তু দাম নিয়ে কোনো বাড়াবাড়ি ছিল না। আর তাই যে যাঁর ইচ্ছেমতো খেয়েছেন শুরুতে। দোকানিরা সেধেই খাইয়েছেন। দাম নির্ধারণ ছিলো  । সর্ব নিম্ন দাম ছিলো ১০ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবুর সহধর্মীনি ডা. সায়মা ইসলাম ইভা। এছাড়া উপস্থিত ছিলেন পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থী স্থানীয় আওয়ামী লীগ ছাত্র লীগ মহিলা লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরো পড়ুন :শুক্রবার তারাবোতে আসছেন আজহারী