বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মোহম্মদ এরশাদের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার ২০ই মার্চ বাদ আসর নারায়ণগঞ্জ সদর উপজেলার বালুর মাঠ সংলগ্ন ইসলাম হার্ট সেন্টার সামনে জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে অনুষ্ঠিত হয় এ দোয়া ও মাহফিল।
এসময় হুসেইন মোহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন রূপু,সাধারণ সম্পাদক রবিউল আউয়াল,সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন মুন্না,জাতীয় ছাত্র সমাজ মহানগর শাখার সভাপতি শাহ আলম সবুজ,সাধারণ সম্পাদক ফয়সাল উল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তুহিন,সদর উপজেলার আহবায়ক ওসমান গনি,সদস্য সচিব নাফিস রহমান,যুগ্ম আহবায়ক লোকমান সরকার টিটু,আবু সায়েম অনিক,বন্দর উপজেলার আহবায়ক নয়ন সরদার,সদস্য সচিব পারভেজ আহমেদ রাজু প্রমূখ।