আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পলি ক্লিনিকে অগ্নিকান্ডে শহর জুড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
শহরের পলি ক্লিনিক জেনারেল হাসপাতালের মিটার রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাত পৌনে ৮টায় শহরের বঙ্গবন্ধু সড়কে (বিবি রোড) অবিস্থত পলি ক্লিনিক জেনারেল হাসপাতালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর শহরে ছড়ি পড়লে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রনে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে করে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সড়কে ডা. শাহ নেওয়াজের মালিকানাধিন পলি ক্লিনিকে হঠাৎ করেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আশপাশের এলাকা ও ভবন গুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন ভবনের মানুষ আতঙ্কিত হয়ে সড়কে নেমে আসে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, পলি ক্লিনিক ভবনে অপরিকল্পিতভাবে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়। সেই সংযোগ থেকেই আগুনের সূত্রপাত। তবে, এতে কোনো ধরণের হতাহতের ঘটনা ঘটেনি।