আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পলাশ সবার কাছে দোয়া চায়

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলীগঞ্জবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ জানুয়ারি বিকেলে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে কনভেনশন সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আমি আপনাদের কাছে যদি কখনো ভুল ক্রটি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আগামী সোমবার আমার অপারেশন। জানিনা আল্লাহতালা কি লিখে রেখেছেন আমার ভাগ্যে। তাই আমি সকলের নিকট দোয়া কামনা করছি। যেনো আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।

এসময় উপস্থিত ছিলেন হাজী হালিম খান, হাজী আবুল হোসেন, শাহাদাত হোসেন সেন্টু, শামসুল ইসলাম শামুল। দোয়া পরিচালনা করেন আলীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হারুন অর রশীদ।