আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পলাশের নেতৃত্বে চাষাঢ়ায় সমাবেশ

সংবাদচর্চা রিপোর্ট: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গনে আলোচনা ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৪ ডিসেম্বর) এই অনুষ্ঠান হয়। সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশ।তিনি শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এর আগে পলাশের নেতৃত্বে চাষাঢ়ায় একটি মিছিল বের করা হয়। প্রসঙ্গত  ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।  যাঁদের আমরা হারিয়েছি স্বাধীনতাসংগ্রামের সূচনা থেকে শুরু করে চূড়ান্ত বিজয়ের ঠিক আগমুহূর্ত পর্যন্ত—অধ্যাপক জি সি দেব, মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশেদুল হাসান, ড. আনোয়ার পাশা, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, নিজামউদ্দীন আহমেদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, সাহিত্যিক সেলিনা পারভীনসহ অনেকে।