নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় শ্রমিক ইউনাইটেড ফেডারেশনের গার্মেন্টস ওয়ার্কার সভাপতি উদ্যোগে ফতুল্লা বন্ধ হয়ে যাওয়া মজুমদার নীট কম্পোজিট শ্রমিকদের দাবী পুরন করেছে মালিক পক্ষ। শ্রমিকদের দাবী অনুযায়ি মালিক পক্ষ ৭০ ভাগ বেতন পরিশোধ করেন। সোমবার সকালে ফতুল্লা পঞ্চবটি মজুমদার নীট কম্পোজিট গার্মেন্টস এ শ্রমিকদের ডেকে বেতন পরিশোধ করা হয়।
জেলা শ্রমিক ইউনাইটেড ফেডারেশনের গার্মেন্টস ওয়ার্কার কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু বলেন, আপনাদেরকে অনেকে বলবে আমি নেতৃত্ব দিছি আমাকে টাকা দেন। আমি বলব আপনারা যদি কেউ টাকা কম পান তাহলে আমাকে বলবেন আমি আপনাদের টাকা বুঝিয়ে দিবো। আপনার টাকা আপনি সঠিক ভাবে বুজে নিবেন। কিন্তু কাউকে কোন ধরনের টাকা দিবেন না। এখানে প্রায় ৬শ’ শ্রমিককে আছে। তাদের প্রত্যেকের টাকা বুজিয়ে দিয়ে আমরা এখান থেকে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নীট গার্মেন্টস কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন বেপারী, জেলা শ্রমিক ইউনাইটেড ফেডারেশনের গার্মেন্টস ওয়ার্কার কমিটির যুগ্ম সম্পাদক নুর ইসলাম প্রমুখ।
এসএমআর