আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পলাতক ডাকাত সদস্য গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলার মেট্রো হাউজিং এলাকা থেকে ডাকাতির এজাহার নামীয় পলাতক আসামি মেহেদী হাসান সাগর (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব-২। ২৫ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

প্রসঙ্গত , গত ২৩ জানুয়ারি ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন সক্রিয় ডাকত র‌্যাব-২ কর্তৃক গ্রেফতার হয়। পরবর্তীতে পলাতক আসামীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ফলশ্রুতিতে র‌্যাব-২ এর আভিযানিক দল ২৫ জানুয়ারি দুপুরে মেহেদী হাসান সাগর(২০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে উক্ত ডাকাত দলের সক্রিয় সদস্য। আসামীকে জিজ্ঞাসাবাদে আরও অনেক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ কর্তৃক এ ডাকাত দলের পলাতক সদস্যদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখবে।