আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পরীমনির বাগদানে বিচ্ছেদ!

নায়িকা পরীমনি ও সাংবাদিক তামিম হাসানের বাগদানে বিচ্ছেদ ঘটেছে। গত দুই বছরের প্রেম শেষে চলতি বছরেই বিশ্ব ভালোবাসা দিবসে বাগদান সেরেছিলেন তারা। কথা ছিল আগামী বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই তাদের সম্পর্কে ফাটল ধরেছে।

পরীর ফেসবুকে থাকা তামিমের সঙ্গে তোলা অনেক ছবিই এখন আর দেখা যাচ্ছে না। যার ফলে অনেকেই ভাবছেন, তবে কি তারা তাদের সম্পর্কের ইতি টেনেছেন?

বিষয়টি নিয়ে পরীর সঙ্গে যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায়নি। তবে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তামিম ও পরীর সম্পর্ক নিয়ে পরী জানিয়েছেন, ‘সম্পর্ক তো সেটাই শেষ হয়, যেটা আসলেই হয়। আমি কাজকে ফোকাস করতে চাই, বয়ফ্রেন্ডের ছবি নয়। যেটা যেখানে দেওয়া উচিত, আমি শুধু সেটাই দেওয়ার চেষ্টা করছি এখন।’