আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পরিবহন শ্রমিকলীগের মো:আলী গ্রেপ্তার

সংবাদচর্চা রিপোর্ট :

রূপগঞ্জে আইয়ুব আলী নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় তারাব পরিবহন শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আলীসহ ২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার (০৫ অক্টোবর) মধ্য রাতে উপজেলার তারাবো ও পলখান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি।

গ্রেফতারকৃত মোহাম্মদ আলী রূপগঞ্জ উপজেলার তারাবো হাটিপাড়া এলাকার মৃত আরব আলীর ছেলে। মোহাম্মদ আলী তারাব পৌরসভা সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তার অপর আসামি পলখান এলাকার রুস্তম মোল্লার ছেলে ও দাউদপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জামান মোল্লা (২৮)।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট বিকেল ৫ টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মানিক মিয়ার বাড়ির সামনে পৌঁছুলে আসামীরা বাদী আইয়ুব আলীর পথরোধ করেন। এক পর্যায়ে আইয়ুব আলীকে এলোপাথারি ভাবে মারপিট করেন।