আজ রবিবার, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পরকীয়ার অন্যতম কারন ফেইসবুক – ডিসি

নিজস্ব প্রতিবেদকঃ

এদেশে আইসিটি উন্নয়নের ফলে সকলের হাতে হাতে মোবাইল পৌঁছে গেছে। জাফর ইকবালের কথা ধরে বলতে হয়, এখন যেমন আমরা বলছে মাদকের হাত থেকে বাঁচুন। তেমনি মোবাইল ব্যবহার করতে করতে যাতে ফেইসবুকের হাত থেকে বাঁচুন এমন স্লোগানে উপনীত আমাদের না হতে হয়। বর্তমানে পরকীয়ার অন্যতম কারন এই ফেইসবুক। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় আমন্ত্রণ কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্র্যাকের নারায়ণগঞ্জ আইটি ট্রেনিং সেন্টারের উদ্বোধন ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দিন বলেন, আজকে দেশে উন্নতির পাশাপাশি মানবিক অবক্ষয়ের ঘটনাও ঘটছে। ডাক্তাররা এখন রোগীর হাত ধরার আগেই টেস্ট লিখে দিচ্ছে আর রাতে প্রতিটি টেস্ট থেকে ৩০% কমিশন। বিভিন্ন ট্রেনিং সেন্টার আর প্রতিষ্ঠানে পিকনিকের নামে টাকা তোলা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। কিন্তু সেখান থেকে ফিরে একবারও জানতে চাওয়া হয়না সেখান থেকে কি শিখে এলো শিক্ষার্থীরা। আমরা এমন জনগোষ্টী বা প্রতিষ্ঠান তৈরী করতে চাইনা। সমস্যা হচ্ছে যার এসব দেখভালের কথা সে নিজেই যখন দুর্নীতিগ্রস্থ তখন এর থেকে উত্তরণ কিভাবে ঘটবে?

ব্র্যাকের আইটি হেড তানভীর আরাফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবিব। নারায়ণগঞ্জ ট্রেনিং সেন্টার হেড মামুন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ব্র্যাকের নারায়ণগঞ্জ শাখার উদ্বোধন ঘোষণা করেন ও প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন।

 

এসএএইচ/এসএএইচ