আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পতিতা নিয়ে ফূর্তি করার সময় আটক-৪

পতিতা নিয়ে আটক

পতিতা নিয়ে আটক

 

বন্দর প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে পতিতা নিয়ে ফূর্তি করার সময় অসামাজিক ১ পতিতা ও ৩ খদ্দরসহ ৪ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা। বুধবার রাতে বন্দর থানার বাগদোবাড়ীয়াস্থ সাইফুল মিয়ার বাড়ী থেকে এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী।
আটকৃতরা হলো গাজীপুর সদর থানার বাধন এলাকার হাসান আলী মিয়ার লম্পট ছেলে খদ্দর রুবেল (২৭) সোনারগাঁ থানার পঞ্চমীঘাট এলাকার সিরাজুল ইসলাম মিয়ার ছেলে মাইদুল হাসান (৩৩) ঢাকা ভাটরা এলাকার আব্দুর সাত্তার মিয়ার ছেলে সুমন (২৩) ও সোনারগাঁ থানার নুনের টেক এলাকার মিজানুর রহমানের স্ত্রী রহিমা আক্তার সুমী (২৬)।
এলাকাবাসী জানিয়েছে, পবিত্র রমজান মাসে বাসাবাড়ীতে পতিতা নিয়ে ফূর্তি করার সময় এলাকাবাসী বাগদোবাড়ীয়া এলাকার কতিপয় সাইফুল ইসলামের বাড়ী থেকে উল্লেখিত পতিতাসহ ৩ খদ্দেরকে হাতে নাতে আটক করে। পরে তাদেরকে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে সোর্পদ করা হয়।
আটককৃত পতিতা ও ৩ খদ্দরকে ২৯০ ধারায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।