নিজস্ব প্রতিবেদক:
সুস্বাধু খাবারের দোকান। সুন্দর ডেকোরেশন। সহজে ক্রেতা আকৃষ্ট করার পন্থা। নাম ‘কাটাবন এন্ড কোং’। শহরের গলাচিপা মোড়ে অবস্থিত। বাইরে থেকে বুঝার উপায় নাই। ভেতরে কি হচ্ছে। পঁচা উপকরণ আর নোংরা পরিবেশে বানানো হয় খাবার। এ অভিযোগ অনেকদিন ধরে। কিন্তু কথা আছে ‘চোরের দশ দিন তো গেরেস্তের একদিন’। আর তাই মঙ্গলবার (৬ মার্চ) এক লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে সুনামধন্য এই খাবার দোকানকে। অপরাধ চকলেটে পোকা।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিম জেবিন বিনতে শেখ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেন।
এর আগে সোমবার (৫ মার্চ) রাতে নিম্নে মানের খাবার রাখার অভিযোগে নগরীর বঙ্গবন্ধু সড়কের গলাচিপা মোড় এলাকায় অবস্থিত ‘কাটাবন এন্ড কোং’ খাবারের দোকানে কর্মরত বেশ কয়েকজনকে আটক করেছিলো নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ।
এ বিষয়ে সদর মডেল থানার এসআই শামীম বলেন, সোমবার (৫ মার্চ) রাতে ‘কাটাবন’ খাবারের দোকান থেকে এক ব্যক্তি চকলেট কিনেছিলেন। পরে বাসায় নিয়ে পেকেট খুলেই চকলেটে পোকা দেখতে পান। পরে সদর ইউএনও’কে জানালে তার নির্দেশে আমরা দোকানের বেশ কয়েকজনকে আটক করি। মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে ‘কাটাবন’ খাবারের দোকানকে ১ লাখ টাকা জরিমানা করে তিনি তাদের ছেড়ে দেয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিম জেবিন বিনতে শেখ বলেন, নিম্ন মানের খাবার বিক্রি করায় ‘কাটাবন’ খাবারের দোকানকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সাজা দেয়া হয়েছিলো। যেহেতু দোকানীরা জরিমানার টাকা পরিশোধ করেছে, তাই আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আগামীতে তারা যদি এই ধরণের অপরাধ আবারও করে, তাহলে ২ লাখ টাকা জরিমানা ও দোকান সিলগালা করার বিষয়ে হুশিয়ারী দেয়া হয়েছে।

