আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নয়ামাটিতে হোসিয়ারি কারখানায় আগুন

নগরীর নয়ামাটি এলাকায় দু’টি হোসিয়ারি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘ‌টে‌ছে। মন্ডলপাড়া ফায়ার সা‌র্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ঘন্টাখা‌নেক চেষ্টা চালিয়ে আগুন নিয়‌ন্ত্রণে আনে।

রোববার (১০ নভেম্বর) ভোরের দিকে শহরের নয়ামাটি এলাকার শরিফ ও কাইয়ূম ম্যানশন নামে জোড়া ভবন দুটির দ্বিতীয় তলায় অবস্থিত আল মদিনা ও বাদল নামে হোসেযারী কারখানাতে ওই আগুনের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ মন্ডল পাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সকাল পৌনে আটটার দিকে আগুনের খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টার মধ্যে পুরো আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে মদিনা ও বাদল নামক হোসেয়ারী দুটির থান কাপড় এবং তৈরি পোশাক পুড়ে গেছে। তবে, কী পরিমাণের ক্ষতি হয়েছে তা এখনই নিরূপন করা সম্ভব হচ্ছে।

সর্বশেষ সংবাদ