আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নয়াপল্টনে জেলা স্বেচ্ছাসেবক দলের শোডাউন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে সমাবেশে অংশগ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

এদিকে বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে দুপুর থেকেই নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নটরডেম কলেজের সামনে জড়ো হতে থাকে। পরে ব্যানার- ফেস্টুনে সু- সজ্জিত হয়ে মাথায় হলুদ রঙের ফিতা বেঁধে হাতে জাতীয় পতাকা নিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই এবং তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে শ্লোগানে শ্লোগানে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। এসময়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো নয়াপল্টন।