আজ রবিবার, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ন্যুড বিকিনিতে সারা

ক্রিস্টমাসে চুটিয়ে মজা করেছেন পরিবারের সঙ্গে। ভাই ইব্রাহিমের সঙ্গে তার ‘কিউট মোমেন্ট’ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। ভোর হতেই সারা উড়ে গেলেন মলদ্বীপে। সারার নয়া লুক দেখে অনুরাগীরা তো একেবারে থ! ‘গার্ল টু দ্য নেক্সট ডোর’ ইমেজ ধরে রাখা সারা পুরদস্তুর হট অবতারে।
তার বিকিনি লুকে কাত ফ্যানেরা। পোস্ট ভরে গিয়েছে কমেন্টে। এর আগে বিকিনি লুকে সারাকে দেখা যায়নি তেমনভাবে। সেই কথাই টেনে এনে কেউ লিখেছেন, অসাধারণ সারা। আবার কেউ বা লিখেছেন, যে কোনো পোশাকেই তুমি সেরা।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, বেস্ট ফ্রেন্ড কাম্য অরোরার সঙ্গেই নাকি মলদ্বীপে উড়ে গেছেন সারা। ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা ছবিগুলোতে সারাকে দেখা যাচ্ছে বিভিন্ন মেজাজে। কখনো গায়ে রোদ মাখছেন, আবার কখনো বা কাম্যর সঙ্গে মেতেছেন উচ্ছ্বাসে।