আজ শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নৌকা প্রতীকে লড়বেন ১৪ দলীয় জোটের যেসব প্রার্থী

নৌকা প্রতীকে লড়বেন

নবকুমার:

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের আসন চূড়ান্ত হয়েছে। যে সকল আসনে ১৪ দলীয় জোটের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে লড়বেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার পর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তালিকা প্রকাশ করেন।

পরে চূড়ান্ত মনোনীত এসব প্রার্থীদের মধ্যে চিঠি বিতরণ শুরু হয়। এসময় ওবায়দুল কাদের জানান, ৩০০ আসনের মধ্যে ৫৫ থেকে ৬০টি জোট শরিকদের ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া ১৭টি আসনে আওয়ামী লীগ একাধিক প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল। সেসব আসনে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হচ্ছে।

বাকি যে ২-৪টি আসন এখনো অমীমাংসিত আছে, শুক্রবার রাতের মধ্যে তা সমাধান হবে বলে জানানা ওবায়দুল কাদের।

মহা‌জো‌টের আসন বণ্টন:

বাংলা‌দে‌শের ওয়ার্কার্স পা‌র্টি: ঢাকা ৮: রা‌শেদ খান মেনন, রাজশাহী ২: ফজ‌লে হো‌সেন বাদশা, সাতক্ষীরা ১: মোস্তফা লুৎফুল্লাহ, ঠাকুরগাঁও ৩: ইয়া‌সিন আলী
ব‌রিশাল ৩: শেখ টিপু সুলতান

জাসদ: কু‌ষ্টিয়া ২: হাসানুল হক ইনু, ‌ফেনী ১: শিরীন আখতার, বগুড়া ৪: এ কে এম রেজাউল ক‌রিম তান‌সেন

বাংলা‌দেশ জাসদ: চট্টগ্রাম ৮: মইনউ‌দ্দিন খান বাদল

ত‌রিকত ফেডা‌রেশন: চট্টগ্রাম ২: ন‌জিবুল বশর মাইজভাণ্ডারী, লক্ষ্মীপুর ১: আ‌নোয়ার হো‌সেন খান

জাতীয় পা‌র্টি (জে‌পি): পি‌রোজপুর ২: আ‌নোয়ার হো‌সেন মঞ্জু, কু‌ড়িগ্রাম ৪: রুহুল আ‌মিন

‌বিকল্প ধারা: মুন্সীগঞ্জ ১: মাহী বি চৌধুরী, লক্ষ্মীপুর ৪: মেজর (অব:) আব্দুল মান্নান, ‌মৌলভীবাজার ২: এম এম শাহীন