আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘নৌকার বিপক্ষে গেলেই বহিষ্কার’

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই বলেছেন, গতবার ভাইটাল পোস্ট হিসেবে আমি ( হাই) ছিলাম মেয়র আইভীর পাশে। তখন উনির উস্তাদ ছিলো না। বরাবরই আমি আইভীর সাথে আছি। ৮ ডিসেম্বর বিকাল ৩ টায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পার্টি অফিস মেয়র আইভীকে শুভেচ্ছা জানানো হবে। মেয়র আসবে আমাদের পার্টি অফিসে। জেলা আওয়ামী লীগের সেক্রেটারী বাদলকে বলেছি থাকতে। উনি আসবে কিনা বলতে পারছি না। কেউ নৌকার বিপক্ষে গেলেই বহিষ্কার করা হবে। নেত্রী আইভীকে নৌকা দিয়ে পাঠিয়েছে আমাদের মাঝে। আমরা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ নৌকার সাথে আছি। গতকাল রাতে তিনি সংবাদচর্চাকে এসব কথা বলেন।

উল্লেখ্য আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এবার নৌকা প্রতীকে লড়ছেন বর্তমান মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী। তার নিজ দলের প্রতিপক্ষ কিছু নেতা নিবর রয়েছে।