আজ বুধবার, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

“নোলক” নিয়ে আসছে সানি-মৌসুমী

“নোলক” নিয়ে আসছে

“নোলক” নিয়ে আসছে

বিনোদন রিপোর্ট:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ওমর সানী মৌসুমী। ক্যারিয়ারের শুরুতে সালমানের সঙ্গে জুটি বাঁধলেও পরে ওমর সানীর সঙ্গেই জুটি পাকাপোক্ত হয় মৌসুমীর। পর্দা থেকে সেই জুটি বাস্তব জীবনেও ধরা দেয়।

স্বামী-স্ত্রী হিসেবে কাটিয়ে দিয়েছেন অনেকগুলো বছর। এখনও বেশিরভাগ কাজ করছেন জুটি বেঁধে। সম্প্রতি ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে এ জুটি অভিনীত ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। এ ছবিতে ওমর সানী ও মৌসুমীর অভিনয় প্রশংসিত হয়েছে।

ছবিতে নায়ক হিসেবে রয়েছেন শাকিব খান। চলতি বছরের শুরুর দিকে একই নায়কের সঙ্গে ‘নোলক’ নামে আরও একটি ছবিতে জুটি বেঁধে অভিনয় শুরু করেছেন সানী মৌসুমী।

রাশেদ রাহা পরিচালিত এ ছবির শুটিংয়ের আগে ভারতের রামুজি ফিল্ম সিটিতে হলেও এবার হবে কলকাতায়। এতে ওমর সানী মৌসুমী আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন। জুলাই মাসের প্রথম সপ্তাহে কলকাতায় বিভিন্ন লোকেশনে এ ছবির শুটিং হওয়ার কথা রয়েছে বলে জানান এ তারকা দম্পতি।

এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘আমার সঙ্গে শাকিবের কেমিস্ট্রি দারুণ, প্রায় সব ছবি সুপারহিট। আবার মৌসুমীর সঙ্গেও কেমিস্ট্রি আরও জমজমাট। আশা করছি, নোলক ছবিতেও আমাদের রসায়ন দর্শক আরও অনেক বেশি উপভোগ করবেন।’

মৌসুমী বলেন, ‘নোলকের গল্পটা অন্যরকম। প্রচলিত গল্পের বাইরের একটি ছবি। আমরা সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করছি। আশা করছি ভালো একটি ছবি হবে।’