আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে: ওসি আসলাম

শিক্ষার্থীদের তিনটি ‘ম’ এর উপর জোর দিতে বলেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন। তিনি বলেন, প্রথম ‘ম’ মানে পড়াশুনায় মনযোগী হতে হবে। ২য় ‘ম’ হলো মানুষ হতে হবে আর তৃতীয় হলো মাদককে না বলতে হবে। শনিবার সকালে ফতুল্লার সস্তাপুরস্থ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের ৫ম শ্রেনীর সমাপণী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় ওসি আসলাম হোসেন আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সম্পৃক্ত থাকতে হবে। খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। জ্ঞানই শক্তি উল্লেখ করে তিনি বলেন, জ্ঞান অর্জন করে আদর্শবান নাগরিক হওয়া সবার কর্তব্য। শুধু বই পুস্তক নয় নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। বড়দের সম্মান, ছোটদের ¯েœহ ও দেশের প্রতি গভীর টান থাকতে হবে। সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান এমএ মোতালেব এমিলি বলেন, শুধু ব্যবসা করার জন্য নয় আমি এ স্কুল প্রতিষ্ঠা করেছি এ এলাকার শিক্ষা মান উন্নয়নের জন্য। সেই সাথে সু নাগকির গড়ার স্বপ্ন নিয়ে আমার এ স্কুল প্রতিষ্ঠা। অধ্যক্ষ মো. বাহাউদ্দিনের তত্ববধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাশফা হাউজিং লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. সালাম বেপারী। আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শাহনাজ বেগম, শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক শওকত হোসেন, শিক্ষক সাইফুল ইসলাম ইমন, সোমা ম্যাডাম, আইরীন ম্যাডাম, কাকলী ম্যাডাম, ফারজানা ম্যাডাম, রিয়া ম্যাডাম, শিক্ষক নাদিম সহ শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এ বিদায় অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা।