আজ বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নেহার মৃত্যুরও সম্ভাবনা ছিল।

ভারতের উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার বাসিন্দা নেহার পেটে মাস খানেক ধরে অসহনীয় ব্যথা হচ্ছিল। একাধিক ডাক্তারের ওষুধ খেয়েও ব্যথা না কমায় আত্মীয়স্বজনরা তাকে কে জি নন্দা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক পরীক্ষার পরে ডাক্তাররা কোন একটি ভারি পদার্থের অস্তিত্ব টের পান।

তবে ডাক্তারদের ধারণা ছিল না, নেহার পেটের মধ্যে কী বাসা বেধে রয়েছে। অপারেশন করার পরে তারা দেখতে পান, নেহার পেটের মধ্যে কিলবিল করছে অজস্র কৃমি। জীবন্ত কৃমিগুলিকে একটি একটি করে বার করে আনা হয়। সব মিলিয়ে ১৫০টি কৃমি উদ্ধার হয় নেহার পেট থেকে।

হাসপাতালের ডাক্তার আনন্দপ্রকাশ তিওয়ারি এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘কেসটা বড়ই বিচিত্র ছিল। এর আগে কোন কোন রোগীর পেট থেকে ৩-৪টে কৃমি উদ্ধার হওয়ার ঘটনা দেখেছি। কিন্তু এক জন মানুষের পেটে যে ১৫০টি জীবন্ত কৃমি বাসা বেধে থাকতে পারে, তা আমার কল্পনারও অতীত। ’

ডাক্তাররা বলছেন, এই কৃমি যদি বার করা না হতো, তা হলে দু, একটি কৃমি নেহার মস্তিষ্কেও পৌঁছে যেতে পারত। তার ফল হতো মারাত্মক। এমনকী, মৃত্যুরও সম্ভাবনা ছিল।