আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ায় ৯৫০পিচ নেশার ইনজেকশন উদ্ধার, আটক ১

নেশার ইনজেকশন

 নেশার ইনজেকশন
বগুড়া অফিস:
ভারতীয় নেশা জাতীয় ইনজেকশনসহ ইমন খান (১৯) নামের এক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় বৃহস্পতিবার ভোরে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৯৫০পিচ নিষিদ্ধ ইনজেকশন (মাদক) উদ্ধারসহ পাচারকারীকে হাতেনাতে আটক করে কুন্দারহাট হাইওয়ে পুলিশ। সে রংপুরের পীরগঞ্জ উপজেলার হিলি-তাহিরপুর গ্রামের মকলেছ হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশের ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বনানী এলাকার পর্যটন মোটেলের সামনে মহাসড়কে রংপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-১৪-৪৩৪৫) তল্লাশি চালিয়ে নেশার ইনজেকশন উদ্ধারসহ পাচারকারীকে আটক করা হয়। এবিষয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।