আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রীর জন্মদিনে আমাদের শপথ হাইব্রিড হটাও: বজলু

সংবাদচর্চা রিপোর্ট:

চনপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর) বিকালে চনপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহেদ আলী।

সভায় চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান বলেন, নেত্রীর জন্মদিনে আমাদের শপথ কায়েতপাড়া থেকে হাইব্রিড হটাতে হবে। উনি খালেদার কর্মী , আওয়ামী লীগে এসে পোশাক বদলাতে চায়।

তিনি আরও বলেন, কায়েতপাড়ার মাটি শেখ হাসিনার ঘাটি। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।

এসময় কায়েতপাড়া ইউপি সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী রবি রায়, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি ডাঃ মোঃ আনোয়ার, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন মাদক নির্মুল কমিটির আহবায়ক জয়নাল আবেদিন, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, মাদক নির্মুল কমিটির যুগ্ম আহবায়ক জাকির সিকদার, সহ যুগ্ম আহবায়ক মোঃ সপন বেপারি, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি লোকমান ভান্ডারী,সাধারণ সম্পাদক শাহলম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি আব্দুস সালাম,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর খন্দকার, সাধারণ সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর আলম , ৪ নং ওয়ার্ড ভারপ্রাপ্ত আ.লীগ সভাপতি মোঃ শুকুর আলী , ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, ৬ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি নান্দু মিয়া, সাধারন সম্পাদক মানিক সিকদার, ৭ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক আনিস মর্লিক, ৮ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুল হাকিম,সাধারণ সম্পাদক মোকলেছ ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিক মাষ্টার, সাধারন সম্পাদক মোঃ আলম, আওয়ামী লীগ নেতা মোঃ মোক্তার, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ নেত্রী নুরজাহান, পারুলি আক্তার গেদি, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ আরাফাত, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি নাজনীন সুলতানা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর।