আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নেতা বদল

বিশেষ প্রতিবেদক:

সেদিনও কাজী ছাড়া কিছুই বোঝেনি! দীর্ঘদিন তাকেই নেতা মেনে এসে। তার ছবি রেখেছে ব্যানারে। হঠাৎ নেতা বদল। বলছি রূপগঞ্জ থানা বিএনপির আহবায়ক এড. মাহফুজুর রহমান হুমায়ুনের কথা। এবার ব্যানারে নেই বিএনপির এমপি প্রার্থী কাজী মনিরুজ্জামানের। শুক্রবার ১৮ নভেম্বর দাউদপুরে একটি প্রস্তুতি সভা করে বিএনপি নেতারা। সেখানে একটি ব্যানার ছিলো। সেই ব্যানারে নেই কাজী মনিরুজ্জামানের ছবি। জিয়া,খালেদা,তারেক রহমানের পাশাপাশি ছবি দেখা গেছে মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়ার। নিচে ছিলো থানা বিএনপির সভাপতি, সেক্রেটারীর ছবি।

এ নিয়ে নতুন মেরুকরণ শুরু হয়েছে। গতকাল কাজী মনিরুজ্জামানের এক সমর্থক এই প্রতিবেদকে বলেন, হুমায়ুন পল্টিবাজ। যেখানে খাওয়া আছে সেখানে হুমায়ুন,বাচ্চুরা আছে। নেতা বদল করতে ওদের সময় লাগে না।

এছাড়া দ্বন্দ্বে আটকা আছে রূপগঞ্জ থানা বিএনপির কমিটি । পদ নিয়েও লবিং, তদবির লক্ষ্য করা যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে রূপগঞ্জ থানা বিএনপি কাকে সামনে নিয়ে আগাবে তা ঠিক করেনি দলটি। তবে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।